সংগঠন (মোজাদ্দেয়ী সাদাত মিলন)
আমাদের নবী হুজুর পাক (সঃ) এর শানে, ফুরফুরা শরীফের পীর ও উলিল আমর, নায়েবে নবী, মোজাদ্দেদে জামান হজরত আবু বকর সিদ্দিকী (দাদা হুজুর কেবলা) (রহঃ) এবং মুরশেদে আজম নায়েবে মোজাদ্দেদ পাঁচ হুজুর কেবলা (রহঃ) স্মরণে প্রতিষ্ঠিত
মোজাদ্দেদীয়া সায়াদাত মিশন
প্রতিষ্ঠাতাঃ আওলাদে মোজাদ্দেদ সুলতানজাদা মাওলানা মোহাম্মদ সেবগাতুল্লাহ্ সিদ্দিকী, ফুরফুরা কাদিমী খানকা শরীফ
১৯৯৮ সালে এদেশের বন্যায় দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মিশনের যাত্রা শুরু। দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে মিশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এটি সম্পূর্ণ রূপে সামাজিক, অলাভজনক এবং অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান।
মিশনের উল্লেখযোগ্য কার্যাবলী :
- দাতব্য চিকিৎসালয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ।
- গরীবদের এককালীন অফেরৎযোগ্য অনুদান।
- কাপড় ও শীতবস্ত্র বিতরণ।
- রমজান মাসে ইফতার বিতরণ।
- মাজলিসে মুরাকাবা।
- ফ্রী টুইশন সেন্টার
Some of the main works undertaken by our organisation
- Free Medical clinic and distribution of free medicine (both Allopathy and Homeopathy)
- Distribution of Food to the poor
- Distribution of Cloths to the poor
- One time financial assistance to downtrodden people in need
- Making people self employed by arranging business for them (self employment)
- Providing free education (Free Tution Centres, Providing for the Education expenses, Free Distribution of academic books)
- Meditaion Centres (Majlise Murakaba)
আওলাদে মোজাদ্দেদ মোঃ আমের আলী সিদ্দিকী
তত্ত্বাবধায়ক, মোজাদ্দেদিয়া সায়াদাত মিশন